মতলব দক্ষিণে পঞ্চকন্যা দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী ঠাকুরবাড়িতে প্রতিবছরের ন্যায় এ বছরও পঞ্চদুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রাচীণতম দিঘলদী গ্রামের রঞ্জিন চক্রবর্তী (মাধব ঠাকুরের) বাড়িতে দীর্ঘ ৫০ বছর যাবৎ দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। মাধব ঠাকুরের পাঁচ কন্যা সন্তান তাপশী চক্রবর্তী, পলাশী চক্রবর্তী, কনা চক্রবর্তী, রিনা চক্রবর্তী ও স্মৃতি চক্রবর্তী মিলে বাবা-দাদাদের এ পূজার ঐতিহ্যে ধরে রেখেছেন। তবে পাঁচ কন্যা সন্তানই চাকরিজীবী। নিজেদের অর্থে এ পূজা করে আসছেন। গত কয়েক মাসপূর্বে পিতা মাধব চক্রবর্তী মৃত্যুবরণ করেন। বাড়িতে রয়েছে মাতা আর ভাই। পূজা মন্ডপে সাজ সাজ রব। মহা সপ্তমী ও মহাঅষ্টমী পূজায় ভক্তদের জন্য করা হয়েছে বিশেষ আয়োজন। শঙ্খ, ঢাকের বাদ্য বাজিয়ে মুখরিত করেছে মন্দির অঙ্গন। পঞ্চকন্যাদের মধ্যে কনিষ্ঠ কন্যা স্মৃতি চক্রবর্তী জানান, আমরা পাঁচ বোন মিলে পূজা করে থাকি। এ বছর বাবা আমাদের মাঝে নেই। মাতা তুলশী রাণী চক্রবর্তীর আর্শিবাদ নিয়ে এ পূজা উদ্যাপন করছি।

শেয়ার করুন

Leave a Reply