মতলব দক্ষিণ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাফ আলী পাটোয়ারী অনিক ও সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিমকে নির্বাচিত করা হয়েছে।
গত ৩ অক্টোবর রাত ১০টায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নব গঠিত মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি আশ্রাফ আলী পাটোয়ারী অনিক, সহ-সভাপতি খালেকুজ্জামান সাব্বির, মোঃ মাসুদ প্রধান শান্ত, শাহ মোয়াজ্জেম পাবেল, মোস্তফা মেহেদী হাসান (বাবু), সাকিব আল হাসান শাহরিয়ার আহমেদ সাগর, ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান আবু সুফিয়ান, মোঃ মাসুম হোসাইন শাওন প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, এহসান মজুমদার, আলভিন হাসান জাহিদ ।
মতলব পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি গোলাম রাব্বি, সহ-সভাপতি আসলাম খান পারভেজ, আদনান সরকার জয়, সালেহ আহমেদ শিশির মোল্লা, শোয়েব আহমেদ শাহরিয়ার, টুটুল আহমেদ, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিশির, সাকিব খান, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, মোঃ ফয়সাল খান, নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য, সহ সম্পাদক মাসরুর খান নাবিল এবং জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি ও সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন খানসহ জেলার ছাত্রলীগের সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।