যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন ডিসি
অভিজিত রায় :
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলায় ৩নং কেবিনে চিকিৎধীন রয়েছেন। হাসপাতালে ভর্তির খবর পেয়ে অসুস্থ এম এ ওয়াদুদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে মঙ্গলবার ১০ মে বিকেলে হাসপতালে যান চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা প্রশাসক এম এ ওয়াদুদের শারীরিক অবস্থার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। এদিকে এম এ ওয়াদুদ তার আশু রোগ মুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।