রাজরাজেশ্বরে ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন এবং ভোটারদের সাথে মতবিনিময় করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলার সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে রাজরাজেশ্বর ইউনিয়নের চরাঞ্চলে বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, এনএসআই উপপরিচালক শাহ মো: আরমান, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলীসহ সংশ্লিষ্ট অংশীজন।
ভোটকেন্দ্রের বর্তমান অবস্থা, ভোটাররা ভোটকেন্দ্রে নির্বিঘ্নে যেন আসতে পারে এবং উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।