রামপুর ইউিনয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা
মিজান পাটওয়ারী :
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীতা ঘোষনা ও মতামত পরবর্তী করনীয় সংক্রান্ত বিষয়ে বিশেষ বর্ধিত সভা করেছেন চাঁদপুর সদর উপজেলা ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল ৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ছোটসুন্দর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দলের বৃহত্তর স্বার্থে সর্ব গ্রহনযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে। আপনারা প্রার্থীরা সবাই যোগ্য। দলের জন্য কাজ করছেন। আমরা আপনাদের নাম জেলা আওয়ামী লীগের কাছে পাঠাবো। তারা কেন্দ্রে পাঠাবে। তারপর চুড়ান্ত প্রার্থীর নাম আমরা জানতে পারবো। সকল মতাবেদ ভুলে আপনারা দলের স্বার্থে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বিনীত অনুরোধ রইল। ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, যোগ্য ব্যক্তিকে দলের মনোনয়ন দিবেন। আমরা সবাই তার জন্য ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করবো।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আল মামুন লিটুর প্রানোবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর শাহআলম। বিশেষ অতিথি বক্তব্য রাখের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা দেন বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সদর উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ, সাবেক ছাত্রনেতা মাহফুজুল কবির রাজু চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফরিদ উদ্দিন পলাশ।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, আমন্তিত অতিথি হিসেবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবলীগ ছাত্রলীগ।