শাহরাস্তিতে ডোবায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের শাহরাস্তিতে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শিবপুর বাংলা বাজার এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, এদিন সকালে বাংলা বাজার এলাকায় চাঁদপুর-লাকসাম রেল লাইনের পাশে অবস্থিত ডোবায় অজ্ঞাত ওই যুবকের মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা শাহরাস্তি থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, পচাঁ-দূর্গন্ধ পেয়ে তারা ডোবায় কচুরিপানা ও লতাপাতার আড়ালে লাশের সন্ধান পান। ধারণা করা হচ্ছে, দুই/তিন আগে কেউ বা কারা অজ্ঞাত এই যুবককে হত্যা করে এখানে লাশ ফেলে যায়। যুবকের পরনে লুঙ্গি ও টি-শার্ট (হাফ শার্ট) রয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত মরদেহের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।