শাহরাস্তিতে নারীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের শাহরাস্তিতে ১ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার রায়পুর ইউনিয়নের আহমদনগর এলাকার প্রবাসি ইসমাইল হোসেনের মেয়ে নওরোজ আফরীন প্রিয়াকে (২১) বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কে বা কাহারা কুপিয়ে হত্যা করে। প্রিয়ার স্বামী হৃদয় হোসেন কুমিল্লায় চাকুরি করে বলে জানা যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান।
স্থানীয় সূত্র জানায়,
প্রিয়ার মা রুমি আক্তার জানান, সন্ধ্যায় আমি প্রিয়ার বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। সাড়ে আটটার দিকে বাসায় ফিরে এসে দেখতে পায় রক্তাক্তবস্থায় খাটের উপর পড়ে আছে প্রিয়ার নিথর দেহ।
শাহরাস্তির থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে হয়েছে বলে। তদন্ত কাজ চলছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।