শাহ মাহমুদপুর ও লক্ষ্মীপুর ইউনিয়নে ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন চাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থি (চশমা প্রতীক) আবুল বারাকাত রেজওয়ান ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়ন, ১০নং লক্ষীপুর ও চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথ সভা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে গণসংযোগকালে রেজওয়ান বলেন, আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে আপনাদের পাশে রয়েছি। এবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থি হয়েছি আপনারা ভোট দিয়ে জয় যুক্ত করলে আপনাদের সেবায় আমি কাজ করবো। সদর উপজেলাবাসীর সেবার মান উন্নয়নে কাজ করতে আমি বদ্ধপরিকর তাই আপনাদের ভোটই আমার শক্তি। ২১ মে সকলে ভোট কেন্দ্রে এসে চশমা মার্কায় একটি করে ভোট দিবেন বলে আমি আশা করি।
এসময় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ ও স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।