সদর হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে ডা. হিমেলের যোগদান
অভিজিত রায় :
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন ডা. মো. গোলাম কায়সার হিমেল। বৃহস্পতিবার সকালে সহকারী পরিচালক পদে বরণ করে নেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান।গোলাম কাওসার হিমেল ২৭তম বিসিএস এর পর ২০০৮ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন।
চাঁদপুর সরকারি হাসতালে যোগদানের পূর্বে ডা. হিমেল অত্যন্ত কর্তব্যনিষ্ঠার সাথে মতলব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে দায়িত্ব পারল করেন। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০১৯ সাল থেকে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।
সহকারী পরিচালক হিসেবে ডা. হিমেল বলেন, আমি যোগদান করার সাথে সাথেই সুনামের সহিত কাজ করার চেষ্টা করবো। চাঁদপুর সরকারি হাসপাতালের উন্নয়ন কল্পে যা করার প্রয়োজন তা করার চেষ্টা করবো। হাসপাতালে চিকিৎসেবা বৃদ্ধি, পরিস্কার পরিচ্ছন্ন, দালালমুক্তসহ অন্যান্য কার্যক্রমে ব্যবস্থা গ্রহন করবো।