সিএনজিচালিত যানের ভাড়া না বাড়ানোর নির্দেশনা

চাঁদপুর প্রতিদিন ডেস্ক :
সিএনজিচালিত যানের ভাড়া না বাড়াতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (৯ নভেম্বর) বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক নির্দেশনায় সকল মালিকদের এই অনুরোধ করা হয়েছে।
নির্দেশনায় তিনি বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় গত ৭ নভেম্বর বিআরটিএ এক বৈঠকে ভাড়া পুনর্র্নিধারণ করেছে। দুরপাল্লার বাসে ১.৮০ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ডিজেলচালিত বাসের জন্য প্রতি কিলোমিটার ২.১৫ টাকা এবং মিনিবাসে প্রতি কিলোমিটার ২.০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সিএনজিচালিত কোনও যানের ভাড়া বাড়ানো হয়নি।’
এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা অভিযোগ পাচ্ছি কোনও কোনও জেলায় সিএনজিচালিত বাসের ভাড়াও বেশি নেওয়া হচ্ছে। যা নিয়ম পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ।’
প্রতিটি জেলার মালিকদের বিআরটিএ’র অফিস থেকে ভাড়ার চার্ট সংগ্রহ করে ভাড়া আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হয় কিনা তা পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ঢাকা মহানগরীতে চলাচলকারী সকল মালিকদের উদ্দেশ্যেও আলাদা করে এই নির্দেশনা দিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply