হাইমচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

হাসান আল মামুন :

হাইমচরে বাংলাদেশ আওয়ামীলীগের হাইমচর উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর শুক্রবার বিকেলে আলগী বাজারে দূর্গাপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম রুমে বাংলাদেশ আওয়ামী লীগের হাইমচর উপজেলা শাখার বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ (টিপু), সাংগঠনিক সম্পাদক এসডু পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহাজান মিয়া, এম. এ বাসার, জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজার রহমান টুটুল, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজিসহ উপজেলা আওয়ামীলীগ যুবলীগের, ছাত্রলীগের এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন