হাজীগঞ্জের ১১ ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন যারা
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে আ.লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। ঘোষিত নৌকা প্রতীকের কান্ডারীরা হলেন, ১নং রাজারগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. আবদুল হাদী, ২নং বাকিলা ইউনিয়নে মো.হাবিবুর রহমান লিটন, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে
বর্তমান চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে আলহাজ্জ্ব মো. আকতার হোসেন মিকন, ৫নং সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান
আলহাজ্জ্ব মো. সফিকুল ইসলাম মীর, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন মো. আহসান হাবিব, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন গাজী, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে মো. মোস্তফা কামাল মজুমদার, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনয়নে আলহাজ্জ্ব মো. নুরুর রহমান বেলাল কাজী, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মো. একে এম মজিবুর রহমান।
বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা আনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ নভেম্বর মঙ্গলবার বিকালে ওই বৈঠকে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা।