হাজীগঞ্জে অবৈধ দুইটি ড্রেজার পুড়িয়ে জমির মালিককে জরিমানা
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ দুইটি ড্রেজার পুড়িয়ে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। ২৪ আগষ্ট মঙ্গলবার বিকালে উপজেলার চিলাচোঁ ও কাপাইকাপ ফসলী মাঠে এই অভিযান পরিচালনা করা হয়।
ওইসময় জমির মালিক বোরহান উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের চিলাচোঁ গ্রামে আগুনে পুড়িয়ে একটি ড্রেজার ধ্বংস করা হয়। অপরটি উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ এলাকার একটি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ওইসময় জমির মালিক বোরহান উদ্দিন খানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
গত দুই মাস ধরে হাজীগঞ্জ উপজেলার ফসলী মাঠে যেখানে ড্রেজারের খবর পান সেখানেই ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার বলেন, এখন থেকে অবৈধ সকল মালিক ও জমির মালিকে আইনের আওতায়
আনা হবে। অবৈধ সকল ড্রেজারের উপর প্রশাসনের অভিযান চলমান থাকবে।