হাজীগঞ্জে এইচএসসিতে জিপিএ-৫ সেরা মডেল সরকারি কলেজ ও দ্বিতীয় ডিগ্রি কলেজ
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ উপজেলায় এইচএসসি পরিক্ষায় ৩১২১ জন অংশগ্রহণ করে পাশ করেছে ৩০৩১ জন।
পাশের হার ৯৭.১২%। জিপিএ-৫ পেয়েছে ৪০৫ জন,এ গ্রেড ১৫৭৯ জন, এ মাইনাস ৬৮৫ জন, বি গ্রেড ২৬৭ জন, সি গ্রেড ৯২ জন ও ডি গ্রেড ৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৯০ জন।
উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ সেরা হাজীগঞ্জ মডেল সরকারী কলেজ
ও দ্বিতীয় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।
সেইসঙ্গে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য মাত্র ২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ মডেল সরকারী কলেজ থেকে ১১ শত ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১’শ ৩১ জন, জিপিএ-৫ পেয়েছে ২০১ জন,গড় পাশের হার ৯৬.২৬%, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ৮শ’৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮শ’১৬ জন, জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন,গড় পাশের হার ৯৮.৩৭%, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে ২৩০ জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ২২৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, গড় পাশের হার ৯৯.৫৭%, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে ১৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১৪৫ জন, এই প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩ জন, গড় পাশের হার ৯৬.৬৭%, দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে ১২৯ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১২৬ জন, জিপিএ এর সংখ্যা ১৮ জন, গড় পাশেই হার ৯৭.৬৭%, ধড্ডা মোফাজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের ১৮৫ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ১৮৫ জন, জিপিএ-৫ এর সংখ্যা ৩৩ জন, গড় পাশের হার ১০০%, কাকৈরতলা জনতা কলেজ থেকে ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৫৬ জন, জিপিএ-৫ এর সংখ্যা ৫ জন, গড় পাশের হার ১০০%, হাজীগঞ্জ মডেল সরকারী পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ২৪০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৩০ জন, জিপিএ-৫ এর সংখ্যা ৪ জন, গড় পাশের হার ৯৫.৮৩% ও হাজীগঞ্জ কমার্স কলেজ থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ১৩ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ জন, পাশের হার ৯২.৮৬%।