হাজীগঞ্জে করোনায় নিহতদের দাফনে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুুরের হাজীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গে নিহত ব্যক্তিদের গোসল, জানাযা, কাপন ও দাফনের লক্ষ্যে তৃতীয় ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাজীগঞ্জ উপজেলা শাখার স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের উপজেলা সেক্রেটারী হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়াকে স্বেচ্ছাসেবক টিমের প্রধান ও জয়েন সেক্রেটারী মো. কামাল গাজীকে সমন্বয়কারী রেখে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এর আগে গত বছরের (২০২০ইং) এপ্রিল মাসে করোনা ভাইরাসে নিহত ব্যক্তির মৃতদেহ দাফনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির ও পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে হাজীগঞ্জ উপজেলায় শাখার উদ্যোগে প্রথমে ১১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়। এরপর একই বছরে দ্বিতীয় ধাপে ১৩ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম গঠন এবং চলতি বছরের জুলাই মাসে তৃতীয় ধাপে ১৫ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

১৫ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিমের প্রধান হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া ০১৭১১-০৭১২১৭, টিম সমন্বয়কারী মো. কামাল গাজী ০১৮৩০-১২৬০৬৯, সদস্য মাওলানা শরাফ উল্যাহ, ০১৮১৩-৩০৬৮৬৯, আলহাজ্ব খোরশেদ আলম সর্দার, ০১৮১৭-৬২১৮৯১, মাওলানা মো. নজরুল ইসলাম, ০১৮১৪-১৫০৩২৪, মাওলানা মো. নূরে আলম, ০১৯২৫-৮১৭৫৪০, মো. মোশারফ হোসেন মনা, ০১৮৭১-২৩৩৭১৭।

সদস্য মো. আল আমিন, ০১৭১৭-৫১৯৮৪৩, হাফেজ মো. মুকবুল আহমেদ, ০১৭৫৮-৮০৫৬৬৩, মোহাম্মদ আব্দুল কাদের, ০১৮৭০-৩০৮৯৬৮, মো. মোবারক হোসেন স্বপন, ০১৮২২-৯৬৫৬০৬, মো. শাহাদাত হোসেন, ০১৮৪৬-৮৬৩২২২। এছাড়াও মৃত মহিলাদের দাফনে তিনজন মহিলা স্বেচ্ছাসেবক রয়েছেন। তারা হলেন, খাদিজা বেগম, খাদিজা বেগম জোৎস্না ও বিলকিছ বেগম।

শেয়ার করুন

Leave a Reply