হাজীগঞ্জে চালের আড়তে ২৩ হাজার টাকা জরিমানা
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের বিভিন্ন চালের আড়তে অভিযান চালিয়ে তিনটি দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আরাফাত ট্রেডার্স মুল্য তালিকা না টানানোয় ১০ হাজার, নিউ আরাফাতকে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে ৮ হাজার ও শাহাজাহান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক বলেন, সারা দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় হাজীগঞ্জ থানার উপ- পরিদর্শক আবদুল আজিজসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।