হাজীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুর-লাকসাম রেললাইনের হাজীগঞ্জ উপজেলার বাকিলা রেলওয়ে ক্রসিংয়ের পূর্ব পাশে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে প্রাণ গেল এক যুবকের। তার নাম আবদুল লতিফ। সে চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর কোট স্টেশনের আবদুল সাত্তার হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ছাদ থেকে পড়ে ট্রেনের নিচে চলে যায়। তার দেহ থেকে মাথা দ্বি-খন্ডিত হয়ে যায়। ১৫ জুলাই শুক্রবার বিকালে চট্টগ্রাম হতে চাঁদপুরগামী ঈদ স্পেশাল ট্রেনে এই দুঘটনার শিকার হন আবদুল লতিফ।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান।