হাজীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক যুবক
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলার রাধাসার গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই গ্রামের অহিদ (৩৮) নামের যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৩১ মে সকালে এ ঘটনায় হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
১ জুন অভিযোগের ভিত্তিতে উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়। আটককৃত অহিদ হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে বুধবার অভিযান চালিয়ে অহিদ (৩৮) নামের অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। আটককৃত অহিদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।