হাজীগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
শাখাওয়াত হোসেন শামীম
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে হাজীগঞ্জের ধেররা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রামের সোহাগ (৩৫), সুজন (৩০) ও মনির হোসেন (৩০)।
স্থানীয় সূত্র জানায়, ছয় বন্ধু মিলে চাঁদপুরে একটি বিনোদন পার্কে যাওয়ার কথা ছিল। কিন্তু চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বোগদাদ বাস চাপায় তারা ঘটনাস্থলে মারা যান।
এদিকে, মোটরসাইকেলটি চাপা দিয়ে চালক ঘাতক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বাসটিকে তাড়া করে হাজীগঞ্জ বাজারে আটক করলেও চালক পালিয়ে যান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। একজনকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তিনজনের মধ্যে দুইজন রাজমিস্ত্রি এবং একজনের ইলেক্ট্রিক দোকানে কর্মরত ছিলেন।
তিনি জানান, বোগদাদ বাসটি আমরা জব্দ করেছি। আমাদের টিম এখনো ঘটনাস্থলে রয়েছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে মরদেহের ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।