হাজীগঞ্জে বিদেশ থেকে বরের আসার খবর শুনে কনের আত্মহত্যা
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জে বিদেশ থেকে বর আসার খবর শুনে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যার খবর পাওয়া যায়। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে (১৮) ঘরের লড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
পারিবারিকভাবে গত ছয় মাস আগে বিয়ের কথোপকথন পাকাপোক্ত হয় একই ইউনিয়নের বাজনাখাল গ্রামের মালয়েশিয়া প্রবাসীর সাথে। চলতি মাসের ১০ ফেব্রুয়ারি মালশিয়া থেকে বর দেশে আসার প্রস্তুতি নেয়। কিন্তু এর আগেই কিশোরী আত্মহনন করেছে।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মহসিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই কিশোরীর মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।