হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পত্রিকার বিলিকারকের ভাই মো. খোকন হোসেন (৩৯) নামে এক কাঠমিস্ত্রি মারা গেছেন। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামে এই ঘটনা ঘটে।
তিনি উপজেলার কালচোঁ দক্ষিন ইউনিয়নের নওহাটা গ্রামের কবিরাজ বাড়ির মিজানুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খোকন পেশায় একজন কাঠমিস্ত্রি। গত কয়েকদিন যাবৎ তিনি ও তার সহকারী নাটেহরা গ্রামে একটি বসতঘরের কাজ করছিলেন। শুক্রবার তিনি কাজ শেষে ইলেকট্রিক রান্দা থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
এ সময় তার সহকারীসহ ওই বাড়ির লোকজন খোকনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া খোকনের মরদেহ হস্তান্তর করে পুলিশ।
নিহতের ভাই পত্রিকার বিলিকার মননোয়ন হোসেন জানান, আমার ভাই (খোকন) স্ত্রী ও চার সন্তান রেখে মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা, তাই আমাদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, নিহত খোকনকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।