হাজীগঞ্জে বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেফতার
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলায় ১৩ আসামিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ।
আটককৃতরা হলেন, সিআর মামলার আসামি হাটিলা পশ্চিম ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামের মো. ওহিদুল ইসলামের ছেলে মো. শাহাদাত হোসেন, মাদক মামলার আসামি হাজীগঞ্জ পৌরসভাধীন কংগাইশ গ্রামের মৃত আবুল কাশেম পাটওয়ারীর ছেলে মো. নাজির হোসেন, সিআর মামলার আসামি রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের মো. নুরুল ইসলাম খানের ছেলে মো. মনির হোসেন।
মাদক মামলার আসামি পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের মৃত মুখছুদ আলীর ছেলে মো. শাহআলম, খাটরা-বিলওয়াই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মো. জিল্লুর রহমান ওরফে জিল্লু চোরা, একই গ্রামের সিআর মামলার আসামি মো. ইউনুসের স্ত্রী সুলতানা বেগম, বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লাখী বেগম, একই ইউনিয়নের দিগচাইল গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে সিআর মামলার আসামি মো. ফয়সাল।
হাজীগঞ্জ সদর ইউনিয়নের খাকবাড়িয়া গ্রামের মৃত মো. আশেক আলী সর্দারের ছেলে সিআর মামলার আসামি মো. মিলন সর্দার, পৌরসভাধীন রান্ধুনীমূড়া গ্রামের মো. মনু মিয়ার ছেলে ননজিআর মামলার আসামি মো. আলমগীর হোসেন, মকিমাবাদ গ্রামের আব্দুর রউফের ছেলে মো. বাবু মজুমদার ও শহীদুল ইসলামের ছেলে মো. রনি এবং চাঁদপুর পৌরসভার মৃত বাবুল হোসেন মো. রাজু।