হাজীগঞ্জে ৪৬০ কেজি পোনা মাছ অবমুক্ত
শাখাওয়াত হেসেন শামীম :
হাজীগঞ্জে ৪৬০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব অর্থে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা মাছ অবমুক্তকরন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এর পক্ষে সহকারী পরিচালক ও স্টাফ অফিসার শামসুল আলম পাটওয়ারী, মৎস্য অধিদপ্তরের (চট্টগ্রাম বিভাগ) কুমিল্লা উপ-পরিচালক মোঃ আবদুস ছাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা মো গোলাম মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, চাঁদপর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, সাংগঠনিক সম্পাদক হাজী জসিম, পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, ২ নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন জানান, উপজেলার ভুমি অফিস সংলগ্ন ডাকাতিয়া নদীর অংশে বিভিন্ন স্থানে, উপজেলা পরিষদ পুকুর, হাজীগঞ্জ থানা পুকুর, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস পুকুর, হাজীগঞ্জ পৌর ও ইউনিয়ন ভুমি অফিস পুকুরসহ ৫টি প্রতিষ্ঠানিক জলাশয়ে
২০২২-২৩ অর্থবছরে পোনা মাছ অবম্ক্তুকরণ কার্যক্রমের আওতায় ৪৬০ কেজি দেশি প্রজাতীর পোনামাছ অবমুক্তকরনের জন্য বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৯০ কেজি পোনামাছ উপজেলা পরিষদ পুকুরে অবমুক্তকরন করা হয়েছে।