হাজীগঞ্জ পৌর মার্কেটের অবৈধ দখলদারদের সর্তক করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মার্কেটের অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে লিখিত ও মৌখিক নোটিশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। নোটিশে অবৈধ দখলদারগণ নিজ উদ্যোগে স্থাপনা অপসারণের জন্য আগামিকাল মঙ্গলবার (৭ জুন) সময় বেঁধে দেয়া হয়।
এদিকে বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার আগের দিন সোমবার (৬ জুন) সরেজমিন পরিদর্শন করে অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা অপসারণে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেন, হাজীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। অন্যথায় পৌর কর্তৃপক্ষ বিধি মোতাবেক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, প্যানেল মেয়র-২ মো. আজাদ হোসেন মজুমদার,৫নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন তপদার, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলম, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও জনস্বাস্থ্য) মো. মাহবুবুর রহমান,বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।