হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জনি, সম্পাদক সুমন
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ নভেম্বর সকালে ধেররা আল ইহসান মডেল একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রায়হানুর রহমান জনির সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সমির লাল দত্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ কালু উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান মৃধা, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক জনি চৌধুরী জসিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি’সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে একক প্রার্থী রায়হানুর রহমান জনি সাধারণ সম্পাদক পদে নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুমন তালুকদার।