চাঁদপুরে রেল সেবা সপ্তাহ

অ‌ভি‌জিত রায় :
১৫ ন‌ভেম্বর রেলও‌য়ের জন্ম‌দিন, ১৮৬২ সা‌লের ১৫ ন‌ভেম্বর দর্শণা হ‌তে জগ‌তি পর্যন্ত রেলপথ যাত্রী সাধারনের উন্মুক্ত করা হয়। সে‌দিনটি‌কে সাম‌নে রে‌খে ১৫ থে‌কে ২১ ন‌ভেম্বর পর্যন্ত বাংলা‌দেশ রেলও‌য়ে ‌রেল সপ্তাহ পালন কর‌ছে। রেল সেবা সপ্তাহ উপল‌ক্ষে চাঁদপু‌রে চাঁদপুর কোর্ট ও চাঁদপুর রেলও‌য়ে স্টেশ‌নে বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন কর‌ছে।

রেল সেবা সপ্তা‌হের তৃতীয় দিন বৃহস্প‌তিবার দুপু‌রে চাঁদপুর কোর্ট স্টেশ‌নে যাত্রী‌দের স‌চেতনায় হা‌তে লিফ‌লেট তু‌লে দেন কর্মকর্তাগণ। এছাড়ায় প্রতি‌নিয়ত স্টেশন প‌রিচ্ছন্ন রাখ‌তে কাজ কর‌ছে কর্তৃপক্ষ।

এসময় উপ‌স্থিত ছি‌লেন চাঁদপুর স্টেশ‌নের স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার, কোর্ট স্টেশ‌নের কর্মকর্তা মোঃ আবু কাউছার ও টি‌টিই কামরুজ্জামান সোহাগ।

সেবা সপ্তাহের বিষ‌য়ে চাঁদপুর স্টেশ‌নের স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার ব‌লেন, অপরিচিত লোকের নিকট থেকে কোন খাবার বা পানীয় গ্রহণ করবেন না। এতে আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। রেল গা‌ড়ি‌তে কেউ যেন পাথর না ছু‌ড়ে সে ব‌্যাপা‌রের স‌চেতনা বৃ‌দ্ধি‌তে কাজ কর‌ছি। যাত্রী সেবা নি‌শ্চি‌তে রেলও‌য়ে প্লাট ফরম সর্বদা প‌রিচ্ছন্ন রাখা হ‌চ্ছে।
বর্তমা‌নে ২ হাজার ৮৭৭ কি‌লো‌মিটার রেলপ‌থে দে‌শের ৪৪‌টি জেলার সাথে রেলপথ সংযুক্ত র‌য়ে‌ছে।

শেয়ার করুন