হাটিলা পূর্ব ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তফা কামাল ও সম্পাদক জহিরুল ইসলাম নির্বাচিত
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় হাড়িয়াইন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনের আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
ওই সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজী,সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মো. গোলাম ফারুক মুরাদ,হাজী জসিম উদ্দিনসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনের শুরুতে ইউনিয়নের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে অধিবেশনের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম ফারুক মুরাদ। তিনি প্রস্তাব ও সমর্থনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের লিপিবদ্ধ করেন। সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জনের প্রস্তাব-সমর্থনের পর গনতান্ত্রিক প্রক্রিয়া (ভােটের) মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন কাউন্সিলররা।
সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রধানীয়া নির্বাচিন। নির্বাচিতদের নাম ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজীর পক্ষে সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন।
পরে করতালি ও শ্লোগান দিয়ে নেতাকর্মীরা বরণ করে নেন।