চরভৈরবী ইউনিয়নে নৌকার প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল

হাসান আল মামুন :
হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নে নৌকার মাঝি হলেন হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও চরভৈরবী ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান মরহুম জালাল চোকদারের ছেলে ইউসুফ জুবায়ের শিমুল। আগামী ৪ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর জন্য তিনি প্রথম বারের মত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
শুক্রবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

জানা যায়, চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৬জন দলীয় মনোনয়ন জমা দেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (চোকদার), র্বতমান চরভৈরবী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহাম্মদ আলী মাস্টার , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহেল হাওলাদার, যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লিটন। ৬ জনের মধ্য থেকে ইউসুফ জুবায়ের শিমুল কে প্রথম বারের মত নৌকার টিকিট দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিকে প্রথম বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চাঁদপুর-৩ আসনের এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জেলা আওয়ামীলীগসহ উপজেলা নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে চরভৈরবী জনসাধারণকে আসন্ন নির্বাচনে পাশে থাকার আহ্বান জানিয়েছেন ইউসুফ জুবায়ের শিমুল। হাইমচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চরভৈরবী ইউনিয়ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

উল্লেখ, তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৬ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাই ৭ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ নভেম্বর, ভোট গ্রহণ ২৮ নভেম্বর। হাইমচর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে চরভৈরবীতে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন