ইলিশ সারাবিশ্বে চাঁদপুরকে পরিচিত করেছে : জেলা প্রশাসক

চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত
: অভিজিত রায় :
চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে ৭ই ডিসেম্বর মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তার বক্তব্যে বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ সারাবিশ্বে চাঁদপুরকে পরিচিত করেছে। তাই আমরা চাইবো ইলিশের উৎপাদন কোনভাবেই যেন বাঁধাগ্রস্থ না হয়। সেজন্য আমাদের যার যার নিজ দায়িত্ববোধ থেকে ইলিশ সম্পদের উন্নয়নে কাজ করতে হবে।
ডিসি আরো বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ এবং জাটকরা রক্ষায় জেলেদের পাশাপাশি সকল শ্রেণিপেশার মানুষকে সচেতন থাকতে হবে। যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগীতা করতে হবে। ইলিশ সম্পদের উন্নয়নে আমরা সকলের সহযোগিতা চাই।
নিষদ্ধ সময়ে জেলেদের মাছ ধরার বিষয়ে বলেন, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা করতে হবে তাহলে তারা মাছ ধরতে নদীতে যাবে না। মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদেরকে বিকল্প কাজের মাধ্যমে ব্যস্ত রাখতে হবে, তা হলে তারা মাছরধরা থেকে নিরুৎসাতিত হবে। যেসব জেলে আইন মানে না তাদের ব্যাপারে আমাদের আরো কঠোর হতে হবে। জেলে নেতাদের এ বিষয়ে ভাল ভাবে কাজ করতে হবে। সাংবাদিকরা প্রতিনিয়ত আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করে ছিলেন । প্রতিটি অভিযানে গিয়ে সংবাদ সংগ্রহ করেছেন যা জনগণকে অবহিতকরনে কাজে লেগেছে।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের ইলিশ প্রকল্পের পরিচালক জিয়া হায়দার চৌধুরী, কুমিল্লা বিভাগীয় মৎস্য বিভাগের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, কোষ্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ল্যাফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নৌ পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক কর্মকর্তা শামছুল আলম পাটওয়ারী প্রমূখ।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে ‘ইলিশের বাড়ী চাঁদপুর’ নামে স্বরচিত কবিতাটি পাঠ করেন ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, জেলা কিন্ট্রিফিশিং বোর্ট মালিক সমিতির সভাপতি শাহআলম মল্লিক প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply