কাউন্সিলর পদেও আওয়ামী লীগের জয়জয়কার

ইব্রাহীম রনি :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদেও আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার। এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ১৩ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ৪ জন। ২নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা না করলেও সেখান থেকেও নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা মালেক শেখ। আর সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন বিএনপির একমাত্র প্রার্থী চাঁন মিয়া মাঝি। এছাড়া মহিলা কাউন্সিলর পদে ১৩, ১৪,১৫নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহানারা বুলবুলকে হারিয়ে জবাফুল প্রতীকে বিজয়ী হয়েছেন মোসাম্মৎ শাহিনা বেগম।
চাঁদপুর পৌর নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন : ১নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মোহাম্মদ আলী মাঝি, ২নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. মালেক শেখ, ৩নং ওয়ার্ডে পানির বোতল মার্কায় মো. আ. লতিফ গাজী, ৪নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প মার্কায় মামুনুর রহমান দোলন, ৫নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. সাইফুল ইসলাম ভূইয়া, ৬নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. সোহেল রানা, ৭নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডে ব্ল্যাকবোর্ড মার্কায় অ্যাড. মো. হেলাল হোসাইন, ৯নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী চান মিয়া মাঝি, ১০নং ওয়ার্ডে পানির বোতল মার্কায় মো. ইউনুছ শোয়েব, ১১নং ওয়ার্ডে পাঞ্জাবি মার্কায় মো. ইকবাল হোসেন পাটোয়ারী, ১২নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. হাবিবুর রহমান দর্জি, ১৩নং ওয়ার্ডে ফাইল কেবিনেট মার্কায় মো. আলমগীর গাজী, ১৪নং ওয়ার্ডে পাঞ্জাবি মার্কায় মো. খায়রুল ইসলাম নয়ন, ১৫নং ওয়ার্ডে উটপাখি মার্কায় অ্যাড. কবির হোসেন চৌধুরী।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২,৩নং ওয়ার্ডে চশমা মার্কায় ফেরদৌসী আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে জবাফুল মার্কায় খালেদা রহমান, ৭,৮,৯ নং ওয়ার্ডে চশমা মার্কায় মিসেস ফরিদা ইলিয়াস, ১০,১১,১২ নং ওয়ার্ডে আনারস মার্কায় আয়েশা রহমান, ১৩,১৪১৫নং ওয়ার্ডে জবাফুল প্রতীকে মোসাম্মৎ শাহিনা বেগম।

শেয়ার করুন

Leave a Reply