খেলাধুলা না থাকলে আগামী প্রজন্ম বিপথগামী হবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন

উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

 

মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী ঃ 

দীর্ঘ দুই বছর পর আবারও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে শুরু হলো ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫, গতকাল ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বর্ণিল আয়োজনের মাধ্যমে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং চাঁদপুর জেলার সকল  উপজেলার ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে বেলুন উড়িয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নানা কারণে একসময় খেলাধুলা যেভাবে এগিয়ে যাবার কথা ছিল, সেটা হয়নি। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ না দিতে পারা, সেটাকে সামনে রেখে আমরা সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু হয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম-বাংলার জনপ্রিয় ফুটবল খেলা , দীর্ঘদিন ঝিমিয়ে থাকা ফুটবল ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটি মাধ্যম। ক্লাবগুলোই ফুটবলারদের লালন-পালন করে। এরকম টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের মেধা বিকশিত হয়। আমি মনে করি, আমাদের নতুন একটি যাত্রা শুরু হলো। 

তিনি আরো বলেন,  মাঠে যখন দু’দলের খেলোয়াড়রা ঘাম ঝরিয়ে লড়াই করে, তখন গ্যালারিতে হাজারো দর্শক চিৎকার, হাততালি, আর সকল সমর্থনই হয়ে ওঠে দলের শক্তি, দর্শক শুধু গ্যালারি পূর্ণ করে না, এটি একটি স্বপ্নকে সাহস দেয়, একটি দলের হৃদয়ে বিশ্বাস জাগায়। আসুন সবাই মিলে মাঠে আসি। একসাথে গলা মিলিয়ে বলি‘ আমরা ফুটবলকে ভালোবাসি- খেলাকে ভালোবাসি। আমাদের খেলাধুলা হারিয়ে যাচ্ছে। খেলাধুলার জাগরন দরকার। অনেকদিন যাবত এখানে খেলাধুলা নেই। দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের স্থবিরতা। আমরা চাই নতুন প্রজন্ম বিভিন্ন অনিয়ম থেকে দূরে থেকে মাঠমুখী হবে। খেলাধুলা না থাকলে আগামী প্রজন্ম বিপথগামী হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। এসময় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। নক আউট সিস্টেমের খেলা হওয়ায়, বিজয়ী দল ফরিদগঞ্জ দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে, এদিক পরাজিত দল মতলব উত্তর এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। আজকের খেলা হাইমচর ও শাহরাস্তি।

শেয়ার করুন