চাঁদপুরে আরও ১১৯ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১১৯ জনের করোনা সনাক্ত হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার ২৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৩ জন, ফরিদগঞ্জে ২১ জন, হাজীগঞ্জে ১১ জন, কচুয়ায় ১ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ১৯ জন, শাহরাস্তিতে ৩১ জন, হাইমচরে ১ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৮১৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩৮ জন। ১৫ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৪২ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১৫ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩১৬৯ জন, হাইমচরে ৩০৪ জন, মতলব উত্তরে ৩৫০ জন, মতলব দক্ষিণে ৬০৭ জন, ফরিদগঞ্জে ৭৩৯ জন, হাজীগঞ্জে ৬৮৯ জন, কচুয়ায় ২৩৯ জন, শাহরাস্তিতে ৭১৬ জন।
মৃত ১৩৮ জনের মধ্যে সদর উপজেলায় ৫২ জন, ফরিদগঞ্জে ২৩ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ১২ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৮ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫১৩ জনের। এর মধ্যে পজেটিভ ৬ হাজার ৭৯৪ জন আর নেগেটিভ ২৮ হাজার ৭১৯ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩৩ জন। এদের মধ্যে ৩৮ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১২৯৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply