চাঁদপুরে আরও ১১ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে দু’ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১ জন। শনিবার সংগ্রহ করা ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের রিপোর্ট পজেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬ জন, ফরিদগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ১ জন, হাইমচরে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫৫৭ জন।
এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২০ জন। ১৯ মে পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১৭৮ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২১ মে পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২১১২ জন, হাইমচরে ২৩০ জন, মতলব উত্তরে ২৮৯ জন, মতলব দক্ষিণে ৪১০ জন, ফরিদগঞ্জে ৫০৩ জন, হাজীগঞ্জে ৪৫৮ জন, কচুয়ায় ১৬৪ জন এবং শাহরাস্তিতে ৪০১ জন।
মৃত ১২০ জনের মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, ফরিদগঞ্জে ১৭ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৮৬৯ জনের, রিপোর্ট পাওয়া গেছে ২৭ হাজার ৭২৯ জনের। এর মধ্যে পজেটিভ ৪ হাজার ৫৩৮ জন আর নেগেটিভ ২৩ হাজার ২৯১ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫৯ জন। এদের মধ্যে ১৮ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৪১ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply