চাঁদপুরে আরও ২৩ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। রোববার সংগ্রহ করা ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৯ জন, মতলব দক্ষিণে ১ জন, হাইমচরে ২ জন, ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ৫ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬২২ জন। এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২০ জন। ২৪ মে পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২২১ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ মে পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২১৩৩ জন, হাইমচরে ২৩৪ জন, মতলব উত্তরে ২৮৯ জন, মতলব দক্ষিণে ৪১৪ জন, ফরিদগঞ্জে ৫০৬ জন, হাজীগঞ্জে ৪৬৫ জন, কচুয়ায় ১৬৮ জন এবং শাহরাস্তিতে ৪১১ জন।
মৃত ১২০ জনের মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, ফরিদগঞ্জে ১৭ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৩১৬ জনের, রিপোর্ট পাওয়া গেছে ২৮ হাজার ১৫৭ জনের। এর মধ্যে পজেটিভ ৪ হাজার ৫৮১ জন আর নেগেটিভ ২৩ হাজার ৫৭৬ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫৯ জন। এদের মধ্যে ২৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৩৩ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply