চাঁদপুরে আরও ৩১ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে রবিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে আরো ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ১১৭ জন। মৃত্যু হয়েছে ১০৪ জনের। সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এ তথ্য জানিয়েছেন।
১৮ মার্চ জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৭৮৫ জন, হাইমচরে ২০৪ জন, মতলব উত্তরে ২৬৪ জন, মতলব দক্ষিণে ৩৫৯ জন, ফরিদগঞ্জে ৪০২ জন, হাজীগঞ্জে ৩৫৭ জন, কচুয়ায় ১৪০ জন, শাহরাস্তিতে ৩১৭ জন।
জেলায় মৃত ১০৪ জনের মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৮ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৫ জন এবং হাইমচরে ২ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা আক্রান্তদের মধ্যে ৬০৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হাসপাতালে রয়েছেন ১৬ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৫৯১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার সুস্থ হয়েছেন ৪১ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৭ জন, মতলব উত্তরে ৫ জন, হাইমচরে ১ জন, ফরিদগঞ্জে ৩ জন ও শাহরাস্তিতে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৩১১ জনের।

শেয়ার করুন

Leave a Reply