চাঁদপুরে আরও ৯১ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৮ আগস্ট বুধবার ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের রিপোর্ট পজেটিভ আসে। বুধবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৩ জন, মতলব উত্তরে ২ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ৭ জন, মতলব দক্ষিণে ১৯ জন, শাহরাস্তিতে ২ জন, হাইমচরে ৪ জন, কচুয়ায় ২০ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৮১২ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২১ জন। ১৮ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৭৩ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১৮ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৮৪৬ জন, হাইমচরে ৭৬৬ জন, মতলব উত্তরে ৮০৭ জন, মতলব দক্ষিণে ১২১৮ জন, ফরিদগঞ্জে ১৫১১ জন, হাজীগঞ্জে ১৪০৭ জন, কচুয়ায় ৭৩৫ জন, শাহরাস্তিতে ১৫২৫ জন।
মৃত ২২১ জনের মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৮ জন, কচুয়ায় ১২ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৬ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৪ হাজার ৩২২ জনের। এর মধ্যে পজেটিভ ১৩ হাজার ৭৯৩ জন আর নেগেটিভ ৪০ হাজার ৫২৯ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১১৮ জন। এদের মধ্যে ৭৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৯৪২ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply