চাঁদপুরের মনিহার গ্রামে এক রাতে ২০ গরু চুরি, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক :
মাত্র দেড় ঘণ্টা সময়ে দুটি পিকআপে করে ২০টি গরু নিয়ে গেছে চোরের দল। চোরেরা খামারের তালা ভেঙে খামারে ঢুকে এবং জালাল গাজী নামে খামারের কেয়ার টেকারকে হাতপা বেঁধে গরু গুলো পিকআপে তুলে নিয়ে যায়। এতে করে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে মমিনুল হক নামের এক খামারির। তার এই খামারটি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মনিহার গ্রামের তার নিজ বাড়ির সামনে। খামারি মমিনুল হক এ বাড়ির মৃত আ. খালেকের ছেলে। ঘটনাটি সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে। এ ঘটনার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও গরু উদ্ধার বা চোরদের ধরতে পারেনি পুলিশ।
ক্ষতিগ্রস্ত খামারি মমিনুল হক জানান, রোববার রাত ৯ টার দিকে সে খামারের গরুগুলো দেখে পাশেই তার বাড়িতে চলে যায়। পরে রাত গভীরে অর্থাৎ শেষ রাতে তার কেয়ার টেকার জালাল গাজী তাকে জাগিয়ে তুলে এবং ঘটনা বলে। এই সময়ে সে ৯৯৯ নাম্বারে পুলিশকে খবর দেন তিনি। ঐ পুলিশ টিমে যাওয়া এসআই আবদুল আলিম পরে থানা থেকে আরেক দফায় যাওয়া এসআই নাজমুলসহ পুলিশ যায়। তারা জানান, মনিহার যাওয়ার প্রধান সড়কটি হাজীগঞ্জের বাকিলা গরুর বাজারের অংশ। খামারি মমিনুল জানান, বাকিলা গরুর বাজারের দক্ষিণে এসে বড় রাস্তার পাশে তার খামাারটি । খামারটির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, খালি দুটি পিকআপ ট্রাক সিসি ক্যামেরার সামনে দিয়ে রাত ৩টা ২৫ মিনিটে মনিহার গ্রামের দিকে ঢুকে। সেই একই দুটি পিকআপ ট্রাক গরুবোঝাই করে রাত পৌনে ৫ টায় ওই খামারের সিসি ক্যমেরার সামনে দিয়ে বাকিলা গরুর বাজার হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দিকে চলে যায়। যখন এই চুরির ঘটনা ঘটছিলো তখন প্রচুর বৃষ্টি ছিলো এবং অনেকটা সময় বিদ্যুৎ ছিলো না। মমিনুল হক আরো জানান, খামারে গাভী, ছোটবড় বাছুর, ষাড় গরু আর বাছুর মিলিয়ে ২৬টি গরু ছিলো। এর মধ্যে চোরেরা ১২ টি গাভী, ৬ টি বছুর, , ২ টি ষাড়সহ ২০টি গরু চুরি করে। তার মধ্যে খামার থেকে প্রায় ১ কিলোমিটার দূরে সোমবার ভোরে একটি গরু পাওয়া যায়। দুর্ধর্ষ এই চুরিতে চুরি করা গরুর মূল্য আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে মমিনুল হক জানান । মমিন জানান, বেশ কয়েক বছর তিনি ইতালিতে ছিলেন। সেখান থেকে দেশে এসে নিজের রোজগারের টাকায় গরুর খামার গড়ে তোলেন। এই চুরিতে ভাই আমি সর্ব সান্ত হয়ে গেলাম।
এদিকে এ ঘটনায় একইদিন অজ্ঞাতদের আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত মমিনুল হক।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, এ বিষয়ে মামলা হয়েছে,। তিনি জানান, প্রফেশনাল চোররাই এ চুরি করেছে। আমরা গুরুত্ব সহকারে দেখছি। এরজন্য একজন এসআইকে তদন্ত ভার৷ দেয়া হয়েছে।