চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ মামলায় ৩৯০০ টাকা দণ্ড

আশিক বিন রহিম :
চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য আইন মানায় ৮ মামলায় ৩হাজার ৯শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের শহীদ মিনার, মিশনরোড, পালবাজার ও পুরানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান- মাহমুদ-ডালিম।
ইমরান-মাহমুদ-ডালিম বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ৮ মামলায় মোট ৩ হাজার ৯শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে স্বাস্থবিধি মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রাখা হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply