চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ২২ জন ব্যক্তিকে জরিমানা

আশিক বিন রহিম :
করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অব্যহত রয়েছে। গতকাল ২১ মে শুক্রবার জেলা সকল উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ২২ টি মামলায় ২২ জন ব্যক্তিকে ৭ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়। একই সাথে বাজার মনিটরিং করা হয়।
এরমধ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী ১১ মামলায় ৪ হাজার ৬শ’ টাকা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন ১১ মামলায় ২ হাজার ৮শ’ সহ সর্বমোট ২টি মোবাইল কোর্টের অভিযানে ২২ টি মামলায় ৭হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply