চাঁদপুর জেলায় একজনও গৃহহীন থাকবে না : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, চাঁদপুর জেলায় একজনও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবো। সাধারণ মানুষের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব ও কর্তব্য। গ্রামের মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্যই আমরা কাজ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভ‚মিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
অনুষ্ঠানে ১৫টি গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, সহকারী কমিশনার (ভ‚মি) সেটু কুমার বড়–য়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, থানার ইন্সপেক্টর (তদন্ত) হারুনুর রশিদ, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধান, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম আল-মামুন, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের নেতা আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, ফারুক আহমেদ বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ ও গৃহহীন পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

শেয়ার করুন

Leave a Reply