চাঁদপুর বেলভিউ হাসপাতালে হবে করোনা রোগীদের চিকিৎসা

 

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের পাশাপাশি এবার করোনা রোগীদের চিকিৎসা শুরু হচ্ছে শহরের বেলভিউ হাসপাতালে। হাসপাতালের ২০টি বেডে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১১ আগস্ট বুধবার চাঁদপুর জেলার বেসরকারি ক্লিনিক মালিকগণের সাথে একটি আলোচনা সভা শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, সভায় কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় বেসরকারি ক্লিনিকদের সম্ভাব্য ভূমিকা বিষয়ে সভায় আলোচনা হয়। আলোচনা শেষে বেলভিউ হাসপাতালের পৃথক ইউনিটে ২০টি বেডে করোনা রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি বলেন, ২৫০ শয্যার সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীর চাপ বেড়েছে। সে কারণে বেসরকারিভাবে ওই হাসপাতালটিকে করোনা রোগীদের সেবা করার অনুমতি দেয়া হয়েছে।
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।
উল্লেখ্য, সদর হাসপাতালসহ উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিনামূল্যে করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। এটিই জেলার প্রথম প্রাইভেট হাসপাতাল যেটিতে টাকার বিনিময়ে চিকিৎসাসেবা নেয়া যাবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply