চাঁদপুর সদর উপজেলায় করোনা ভ্যাকসিন নিবন্ধনের উদ্বোধন

আশিক বিন রহিম :
চাঁদপুর সদর উপজেলায় করোনার ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠানিবভাবে এই কার্যক্রম শুরু হয়। এইদিন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই চাঁদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের নিবন্ধন করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা রিদওয়ান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আবুল কালাম চিশতী, প্রোগ্রামার অফিসার হারুন অর রশিদ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে নিবন্ধন কর্মকর্ম করেন, সদর উপজেলা তথ্য আপা ফাতেমা বিনতে হানিফ, বালিয়া কম্পিটার সেন্টারের তানভির হোসেন। প্রথম দিন রাজনীতিক জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার লোকদের নিবন্ধন করা হয়। করোনার নিবন্ধন করতে পেরে সবাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Leave a Reply