জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জালসহ ৫২ জেলে আটক

চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় চাঁদপুরের মেঘনা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জালসহ ৫২ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এর মধ্যে ৩৮ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে জাটকা রক্ষা অভিযান উপলক্ষে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য অধিদপ্তর কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে চাঁদপুরের মেঘনা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫২ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার এর উপস্থিতিতে ৩৮ জন জেলেকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড, ৩ জন জেলেকে ২ হাজার টাকা জরিমানা এবং ১১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শেয়ার করুন