জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করে যাবো : রফিকুল ইসলাম বীর উত্তম

নিজস্ব প্রতিবেদক :
সাবেক মন্ত্রী ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের একাধিকবারের নির্বাচিত সাংসদ মেজর রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। স্বাধীরতার ৫০ বছর পরে এসে আমরা অসম্মানিত হতে চাইনি। অথচ দু’একজন মানুষ আজকের এই মঞ্চে আমার বিরুদ্ধে কথা বলেছে। অথচ কেন্দ্রীয় নেতারা তার প্রতিবাদ করেনি। অথচ তাদের বক্তব্য চালিয়ে যেতে বলা হলো। এই দুঃখ আমার সারা জীবন থাকবে। আমি আজকে অনেক দুঃখিত, আমি একজন সেক্টর কমান্ডার, বঙ্গবন্ধুর সাথে সরাসরি আমার সম্পর্ক ছিলো। এই বিচার আমি তৃণমূল নেতাকর্মীদের হাতে দিলাম। আর কারো প্রতি আমার আস্থা নেই। প্রকৃত তৃণমূল নেতারা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সেটিই আমার বড় প্রাপ্য।
২ অক্টোবর দুপুরে চাঁদপুর চাঁদপুর স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। জীবনের শেষ বিন্ধু দিয়ে হলেও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করে যাবো। আমি কোন পদ চাই না। আমার কোন লোভ নেই। বাংলাদেশের যে কোন প্রান্তে দাঁড়িয়ে যদি বলি, আমি মেজর রফিক- স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার ছিলাম, আমি বিশ্বাস করি মানুষ আমাকে আলিঙ্গন করবে। আমি সবসময় চাই, তৃণমূলের নেতারা বেশি বেশি মূল্যায়ন হোক। নারীদের বেশি করে মূল্যায়ন করা হোক। নতুন প্রজন্মকে নেতৃত্বে আসার সুযোগ করে দিতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের জন্য কাজ করে যাবো।

 

শেয়ার করুন

Leave a Reply