নুদরাত চিকিৎসক হতে আগ্রহী

নুদরাত জাহান নওশিন এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন। উত্তরা রাজউক মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে এ ফলাফল অর্জন করেছে।

নুদরাত জাহান নওশিন মোঃ নাছির উদ্দিন ও ফাতেমা আক্তার মুন্নী দম্পতির বড় মেয়ে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়ানকান্দি।

গোল্ডেন এ প্লাস পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে নুদরাত জাহান নওশিন বলেন, বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক সবার সহযোগিতায় আমি ভাল ফলাফল করতে সক্ষম হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।

পড়াশোনা শেষ করে চিকিৎসক হতে আগ্রহী নওশিন। তিনি বলেন, পড়ালেখার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে দেশ ও অসহায় মানুষের কল্যাণে ভূমিকা রাখতে একজন মানবিক চিকিৎসক হতে আমি সবার কাছে দোয়া চাই।

নুদরাত জাহান নওশিনের পিতা-মাতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের বড় মেয়ে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। এতে আমার পরিবারের সবাই আনন্দিত। তবে আমরা কখনও তার পড়ালেখা নিয়ে চাপাচাপি করিনি। মেয়ে নিজের আগ্রহে পড়ালেখা করে এ ফলাফল অর্জন করেছে। তারা উভয়ে সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, নুদরাত জাহান নওশিন একই বিদ্যালয় থেকে পিএসসি, জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত হয়েছিলেন।

সে পড়াশোনা শেষ করে চিকিৎসক হতে আগ্রহ প্রকাশ করেছেন এবং তার কাংখিত লক্ষ্য অর্জনে সকলের দোয়া চেয়েছেন।

শেয়ার করুন