পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো

আশিক বিন রহিম :
অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন শুরু হওয়ার পরে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারও কেন্দ্রে আসতে থাকে। এক পর্যায়ে পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যা বাড়তে থাকে। কিছু কিছু কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন সবার নজর কাড়ে।
শহর এলাকার ভোট কেন্দ্রগুলো দেখাগেছে, মধসুদন স্কুল কেন্দ্র, ওসমানিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা, হাসান আলী উচ্চ বিদ্যালয়, বাবুরহাট সরকারি শিশু পরিবার, বাবুরহাট স্কুল ও কলেজ, শহরের শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ আরো বেশ ক’টি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিলো বেশী।
অপরদিকে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী-সমর্থক ছাড়া অন্য সব পুরুষ ভোটারের মধ্যে ভোট দেওয়ার খুব একটা আগ্রহ দেখা যায়নি।
সকাল বেলা অনেক নারী ভোটার তাদের সংসারের নিয়মিত কাজ শুরুর আগেই ভোট কেন্দ্রে এসে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন। তবে এ বছর প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করার কারণে কম শিক্ষিত অথবা প্রযুক্তির সাথে কম পরিচিত ভোটারদের একটু বেকায়দায় পড়তে হয়েছে। তবে নির্বাচন কমিশনের নিয়োজিত লোকদের সহযোগিতায় তাদের ভোট গ্রহন সম্পন্ন হয়।

শেয়ার করুন

Leave a Reply