মতলবকে মাদকমুক্ত করতে হলে যুব সমাজকে ক্রীড়ামুখী করতে হবে : এমপি

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦্ এড. নুরুল আমিন রুহুল বলেছেন, মতলবকে মাদকমুক্ত করতে হলে যুব সমাজকে ক্রীড়ামুখী করতে হবে। আর জাগ্রত করতে হবে ক্রীড়া সংগঠনগুলোকে। খেলাধূলার কোন বিকল্প নেই। আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যত। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনে অনেক গুরুত্ব দিয়েছেন। কারন খেলাধুলার মাধ্যমে জীবনের প্রতিভা বিকাশ ঘটানো সম্ভব। তিনি আরো বলেন, আজকে মতলব নিউ হোস্টেল মাঠে একাদশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্যেগে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর ম্ুিক্তযোদ্ধা মরহুম এএইচএম গিয়াস উদ্দিন স্মৃতি ক্রিকেট টি-টেন টুর্নামেন্টের আয়োজন করে যে শ্রদ্ধা জানিয়েছেন এজন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই। এএইচএম গিয়াস উদ্দিন ছিলেন একজন রাজনীতিবীদ ও ক্রীড়া সংগঠক। তিনি ছিলেন কিশোর ব্রাদার্স ক্লাবের সভাপতি। আজকের এই দিনে মরহুম এএইচএম গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করছি। গত ১৯ ডিসেম্বর বেলা ১১টায় মতলব নিউ হোস্টেল মাঠে একাদশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। একাদশ ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলেকের সভাপতিত্বে ও প্রধান সম্বন্বয়ক সারওয়ার সরকার লিখনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এম ইসফাক আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আওলাদ হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামীলীগনেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, ফারুক বিন বাদল, ইকবাল হোসেন পাটোয়ারী, হানিফ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, ভিপি আতাউর রহমান, দেওয়ান মোঃ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রোটা. শ্যামল চন্দ্র দাস, আওয়ামীলীগনেতা লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকার, কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী, যুবলীগনেতা বাদল ফরাজীসহ দলীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply