মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কামরুজ্জামান হারুন :
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে ৭’শ ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুল আমিন রুহুল এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র্র মানুষের মনের কষ্টের কথা বিবেচনা করে ঈদ উপহারের উদ্যোগ নিয়েছেন।
ফরাজীকান্দি ইউনিয়নে ৭ হাজার ৭’শ ৫৬জন পরিবারকে ঈদ উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, তালিকাভুক্ত হতদরিদ্র পরিবারের বাহিরে আরো হতদরিদ্র্র পরিবার থাকলে তাদেরকেও চাল দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওরঙ্গজেব, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ অলিউল্লাহ।
বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আ. রব প্রধান, সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-১ আবদুল মান্নান বেপারি, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন শাহ্ খোকন মাষ্টার, ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, ফরাজীকান্দি ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ।

শেয়ার করুন

Leave a Reply