মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ
শেখ ওমর ফারুক :
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্টজাল জব্দ করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার মেঘনা নদীর আমিরাবাদ, বরোচর, চরওমেদ, বাহাদুরপুর ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির অধিক্ষেত্রের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ২ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা দিনরাত নদীতে টহল দিচ্ছি। মঙ্গলবার ভোর থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ করেছি এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম ইলিশের স্বাদই পাবে না। তাই জেলেদের অনুরোধ করছি, এই নিষিদ্ধ সময়ে যেন কেউ ইলিশ ধরতে না যায়। আমরা নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রাখব, কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের পাশাপাশি স্থানীয় মৎস্য অফিসের ক্ষেত্র সহকারীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।