মতলব উত্তরে ২২শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কামরুজ্জামান হারুন :
করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে চাঁদপুরের মতলব উত্তরে আউশ মৌসুমে প্রণোদনা হিসেবে ২ হাজার ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) গাজী শরিফুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল খান পাপ্পুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন।
বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক,ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী।
সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী এক সপ্তাহে কয়েক দফায় প্রত্যেক কৃষককে পাঁচ কেজি আউশ বীজ, ২০ কেজি ডাই অ্যামুনিয়াম ফসফেট (ডিএপি) সার ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply